INTERNATIONAL WOMEN'S DAY উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান ছাতরা পাড়া অঙ্গন ওয়াড়ী কেন্দ্র। গঙ্গারামপুর ব্লক। বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার,নারী পাচার, শিশু সুরক্ষা, শিশু বিচার আইন, জেলা আইনি পরিসেবা য় সাধারণ মানুষের সুবিধা ও আগামী লোক আদালতে কি সুবিধা পাওয়া যাবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।পরে উপস্থিত শিশু ও অভিভাবকদের মধ্যে চকলেট বিতরন করা হয় । উপস্থিত ছিলেন দিদিমনি ও হেল্পার। আয়োজক। আব্দুল রশিদ মিঞা (পি এল ভি) জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর।