Friday, March 25, 2022

Photo from Abdul Rashid Sarkar

মাঠে আলু তোলা শ্রমিক দুপুরে টিফিনের সময় তাঁদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান নরসুন্দর পাড়া। গঙ্গারামপুর ব্লক। আইনের বিভিন্ন বিষয় আলোচনা করা হলো। বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার, নারী ও শিশু সুরক্ষা, শিশু বিচার আইন, লোক আদালতে কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক আব্দুল রশিদ মিঞা (পি এল ভি) দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।   তাং ইং 25/03/2022