9 নং চালুনি জি পি অফিসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।বাল্য বিবাহের কুফল ও তার প্রতিকার, নারী পাচার, শিশু সুরক্ষা, শিশু বিচার আইন, কোরোনা, থেকে বাঁচার উপায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের পক্ষ থেকে পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং 21/01/2022