Search This Blog

Monday, January 24, 2022

জাতীয় কন্যা শিশু দিবস ও আইনি সচেতনতা শিবির

জাতীয় কন্যা শিশু দিবস ও আইনি সচেতনতা শিবির  

আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকায় অনুষ্ঠিত হলো, দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে  
আজ ২৪ শে জানুয়ারি ২০২২ ,
 প্রতি বছর ২৪ শে জানুয়ারি ভারতে জাতীয় কন‍্যা শিশু দিবস পালন করা হয়। কন্যা শিশুদের সমর্থন এবং বিভিন্ন সুযোগ প্রদানের উদ্দেশ্যে এই দিনটি উদযাপন করা হয়। প্রতি বছরের ন‍্যায় এবারও কন‍্যা শিশুদের নিয়ে দিনটি পালন করা হলো । উৎসাহ দেওয়ার জন্যে কুইজ প্রতিযোগিতা সহ পড়াশোনা করার জন্য খাতা কলম দেওয়া হলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে। 
  গঙ্গারামপুর ব্লক  

   : আয়োজক :
   পলাশ কুমার শিকদার।
       ( পি এল ভি)
  জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, 
দক্ষিণ দিনাজপুর