৩ রা ডিসেম্বর ২০২১ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন প্রতিবন্ধী নিয়ে করা হল কুমার গঞ্জ ব্লকের কর্মতীথ হলে। উপস্তিত ছিলেন কুমার গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ছেওয়াং তামাং, কুমার গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জো্সনা ঘোষ। আয়োজক পি এল ভি মোক্তারুল মন্ডল ও রেজাউল মন্ডল, অজয় কুমার রবিদাস।