ক্রিসমাস ( শুভ বড়দিন ) উপলক্ষে আইনি সচেতনতা শিবির করা হলো গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপি এলাকায়
গির্জার পার্শে,
আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া
ছোটো ছোটো শিশুদের খাতা কলম, রুল, পেনসিল, ইরেজার, স্যাপনার, কলম সামগ্রী বিতরণ করা এবং উপস্থিত শিশু সহ পুরুষ মহিলা দের মাস্ক বিতরণ করে শিবির করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে আজ ২৫ শে ডিসেম্বর 2021
জেলা আইনি পরিষেবা এই উদ্যোগটির গ্রামবাসি প্রচণ্ড খুশি ও ধন্যবাদ জানালেন ।
উপস্থিত ছিলেন
গির্জার দায়িত্বে থাকা গুনিজন
এবং
আরিফুল ইসলাম ,
গোলাম রাববানি
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর