একটি আইনি সচেতনতা শিবির করা হলো। স্থান মোস্তফা পুর উপসাস্থকেন্দ্র। গঙ্গারামপুর ব্লক। বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার,গার্হস্থসহিংসতা, মানবপাচার, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত লোকদের পুনরায় পাওয়ার কৌশল, মানবকল্যাণে DLSA এর কার্য্যকলাপ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন 2nd. ANM,. আশাকর্মিগণ,ও এলাকাবাসী। আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। তাং 29/12/2021