WORLD HUMAN RIGHT S DAY উপলক্ষে প্রাইভেট ছাত্র ছাত্রীদের মধ্যে আইনি সচেতনতা মূলক আলোচনা করা হলো।আলচ্য সূচী বাল্য বিবাহের কুফল,ও তার প্রতিকার, নারী পাচার, শিশু সুরক্ষা, শিশু শ্রম, শিশু বিচার আইন। ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।স্থান ফুলবাড়ী। গঙ্গারামপুর ব্লক। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং 10/12/2021
