26 th November.(2021). CONSTITUTION DAY উপলক্ষে কচিকাঁচাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির কুইজ প্রতিযোগিতা,, শিশু সুরক্ষা, শিশু র অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রাইজ বিতরন করা হলো। স্থান ফুলবাড়ী। গঙ্গারামপুর ব্লক। আয়োজক দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের পক্ষ থেকে পি এল ভি আব্দুল রশিদ মিঞা এবং খয়বর মণ্ডল।