Photo from Nasim Reja

আজকে একটি বাচ্চা তার মা 4/5 মাস আগে মারা গেছে। তার বাবা বাইরে থাকে  এখন সে বাচ্চা টি তার দিদার কাছে থাকে তার বাবা তাকে চাইলে তাকে দিতে চায় না।তাই তার বাবা  CWC তে আবেদন করেছে তার বাচ্চাটিকে পাওয়ার জন্য তাই আজ বাচ্চাটিকে আনতে তার দিদার বাড়িতে যাওয়া হয় । তার পর চাইল্ড লাইনের প্রতিনিধিরা তাদের সবাইকে CWC তে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক, পুলিশ প্রশাসন, চাইল্ড লাইন ও পি এল ভি নাসিম রেজা ও পলাশ কুমার সিকদার।           বাচ্চাটির নাম-  বিপাশা বর্মন , পিতা-  বিকাশ বর্মন, মাতা- মৃত দিপালি বর্মন,সাং দক্ষিণগাঁও, পোস্ট- চেরাগী পাড়া থানা বংশিহারি এখানে সেই বাচ্চাটি থাকত। 
PLV Duty Roaster July 2024