🙏🏻🦢🦢🦢 *জয়গুরু*🦢 🦢🦢🙏🏻
*🌼 "সৎসঙ্গ ভার্চুয়ালি হলেও যুক্ত হলে হতাশা-অবসাদ মুক্ত হওয়া যায়।"*
~ *পরম পূজ্যপাদ শ্রীশ্রীবাবাইদাদা*
(ঋত্বিক সন্মেলন, 15-April-2021)
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🙏🏻🙏ইংরেজী ৮ই সেপ্টেম্বর ২০২১ ইং ২২ই ভাদ্র বুধবার, *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের শুভ জন্ম মাস উপলক্ষে* বিকাল ০৩ ঘটিকা থেকে আমাদের *কাঞ্চনপুর সৎসঙ্গ শ্রীমন্দির এবং জম্পুই হিল সৎসঙ্গ বিহারকে কেন্দ্র করে কাঞ্চনপুর বি-কনসেন্ট্রিক গ্রুপের ব্যবস্থাপনায় পরম দয়ালের অনলাইন Google meet এ "শিশু মাতৃসন্মেলন"* অনুষ্ঠিত হবে।
উক্ত *"শিশু মাতৃসন্মেলন"* বিস্তারিত অনুষ্ঠানসূচী নিচে দেওয়া হয়েছে।
-----🙏🏻সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করি🙏🏻-----জয়গুরু
************************
********
🌷শিশু শিল্পীদের বয়স ২ বৎসর থেকে ১৫ বৎসর🌷
👇👇👇👇👇👇👇👇👇
Meeting
--------------
Subir (9612220961)
👆👆👆👆👆👆👆👆👆
************************
********
🗓️ *Date* :
08-Sep-2021, Wed
🌼 *Time*
Afternoon 03:00pm
************************
********
🦢🦢🦢🦚🦚🦚🦢🦢🦢
🌸 *মাতৃসন্মেলন সঞ্চলনা করবেন* -
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা ১৪ বৎসর (মেলাঘর)
(কাঞ্চনপুর বিকনসেস্ট্রিক গ্রুপের পক্ষ থেকে)
************************
********
🙏🏻🌼🌸 *মাতৃসন্মেলনের যোগান দেবেন*:-
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা ১৪ বৎসর (মেলাঘর, নিজ গৃহে)
************************
**********
📦🙏🏻 *ঠাকুর ভোগ ও প্রণামি রাখবেন:-*
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা ১৪ বৎসর (মেলাঘর, নিজ গৃহে)
*********************************
🐚🎤 *শংখধ্বনি ও উলুধ্বনি দেবেনঃ-*
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা, এবং উনার পরিবার (মেলাঘর)
🐚🎤 *প্রার্থনা ধরবেনঃ-*
🌼 সুশ্রী শ্রেষ্ঠা রায় মা ও উনার পরিবার (13y, ধর্মনগর)
********************************
*অাজকের যোগান দাতা ও সর্বজীবের,বিশ্ববাশীর তথা এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনায়*
🧘🏻♂️ *নামজপ(২মিনিট)* 🧘🏻♂️
********************************
📖🎤 *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ পাঠ করবেন :-*
🌼 সুশ্রী তাপসী দেব নাথ মা (কাঞ্চনপুর, *বাংলা ভাষায়* )
🌼 সুশ্রী বিদিসা লস্কর মা (হাপানিয়া, 13y *ইংরেজী ভাষায়)*
🦋🦋🦋🦋🦋🦋🦋
📖🎤 *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের "স্বাস্থ ও সদাচার সুত্র" গ্রন্থ পাঠ করবেন* :-
🌷 সুশ্রী সুরিতা সরকার মা (হপিানিয়া)
🦋🦋🦋🦋🦋🦋🦋
📖🎤 *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের "নারীর নীতি" গ্রন্থ পাঠ করবেন* :-
🌷 সুশ্রী শ্রেয়সী সাহা মা (হাপানিয়া ৭ বৎসর)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸🎤 *সাধনাদির রচিত প্রাথর্না*ঃ-
🌷 সুশ্রী দেবপ্রিয়া সিন্ হা মা (জলপাইগুড়ি, ৮ বৎসর)
🦋🦋🦋🦋🦋🦋🦋
🌼🙏🏻🎤 *পাঁচালিতে*:-
🌼 সুশ্রী অনামিকা মজুমদার মা (শিলচর)
🦋🦋🦋🦋🦋🦋🦋
🙏🏻 🎤 **বড়মার গান**ঃ-
🌼 সুশ্রী তৃষা শীল মা (ধর্মনগর)
🦋🦋🦋🦋🦋🦋🦋
🌲🎤🎤 *একক সঙ্গীত*-
🌷 সুশ্রী শর্মিষ্ঠা নন্দি মা (ডিমাপুর, ৭ বৎসর)
🌷 সুশ্রী সন্দিপা বনিক মা (দশদা, ৭ বৎসর)
🌷সুশ্রী রচিতা চৌধুরি মা (হপিানিয়া)
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🎤🎤 *ইষ্টপ্রসঙ্গ* -
🌷 সুশ্রী সুদেষ্ণা চন্দ মা (শিলং)
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌲🎤🎤 *একক সঙ্গীত*-
🌼 সুশ্রী কনিনিকা ও ঐশ্বরিয়া দাস মা (কল্যানপুর)
🌷সুশ্রী সুজাতা ত্রিপুরা মা (দামছড়া, 13y
🌷সুশ্রী সঙ্গিতা দত্ত মা (কল্যানপুর)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🎤🎤 *ইষ্টপ্রসঙ্গ* -
🌼 সুশ্রী মনিষা বণিক মা, (12y, তেলিয়ামুড়া)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🎤🎤 *তুমুল কীর্তন করবেন* -
🌷 সুশ্রী অারাধ্যা দেব মা এবং উনার পরিবার (দামছড়া ৭ বৎসর)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🎤🎤 *ইষ্টপ্রসঙ্গ* -
🌷সুশ্রী সুপর্না নাথ মা (কাঞ্চনপুর, ১৩ বৎসর)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🎹🎤 *জয়রাধে কীর্তন :-*
🌷সুশ্রী সাথী দাস মা এবং উনার পরিবার (কাঞ্চনপুর)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌻 🎤 *একসাথে পুরুষোত্তমম্ ধ্বনি, অাহব্বানি ও উলুধ্বনি দেবেন*
🌼 সুশ্রী কাকন ও ইন্দ্রানী ভৌমিক মা (ডিমাপুর)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*🌺নিজ নিজ স্থান থেকে শ্রীশ্রীঠাকুর প্রণাম*:-
*******************************
🍑 *অাগামী দিনের মাতৃসন্মেলনের ঘোষনা ও অাজকের মাতৃসন্মেলনের সমাপ্তি ঘোষনা*
🌸🌺🌺🌺*সমাপ্ত*🌺🌺🌺🌸
********************************
Meeting
--------------
Subir (9612220961)
----------------------------
🛂 Guideline: Click On The Above Link> Mute Your Audio & Camera> Click on Ask to join.
→ Everybody as per our prescheduled criteria is requested to join here to enjoy our session following the disciplinary issues👇
✅ Everyone just after joining please, mute your microphone & camera.
✅ Be a good listener on meeting period.
✅ Please don't press on start screen sharing or presention. It will make disturbence.
✅ Please join 10 minutes before the se
*"শিশু মাতৃসন্মেলন "* সরাসরি যোগ দেওয়ার জন্য Google meet অ্যাপটি install করে নিম্নলিখিত লিঙ্কটি ক্লিক করতে হবে।
*বিশেষ দ্রষ্টব্যঃ 🙏🏻সকলের কাছে বিশেষ *অনুরোধ* *ধ্বনি* যাকে দিতে বলা হয়েছে, তিনি ও *"শিশু মাতৃসন্মেলন "* পরিচালক ছাড়া অন্যান্য সকলে নিজ নিজ ভিডিও এবং অডিও বন্ধ রাখবেন, এতে সবাই ভালো ভাবে এই সৎসঙ্গ শুনতে ও উপভোগ করতে পারবেন।🙏🏻
🙏 *"শিশু মাতৃসন্মেলন "* যোগদানের সময় অবশ্যই 🙏
➡️যথাযথ পোশাক পরিধান করুন,
➡️sound mute রাখবেন,
🌷🌷🌷🙏🙏🌼🙏🙏🌷🌷🌷