Alternative Dispute Resolution (A.D.R.) Centre, District Court Complex, Balurghat, Dakshin DInajpur, West Bengal, India, 733101
Friday, September 17, 2021
Monday, September 13, 2021
Sunday, September 12, 2021
Saturday, September 11, 2021
Wednesday, September 8, 2021
S
🙏🏻🦢🦢🦢 *জয়গুরু*🦢 🦢🦢🙏🏻
*🌼 "সৎসঙ্গ ভার্চুয়ালি হলেও যুক্ত হলে হতাশা-অবসাদ মুক্ত হওয়া যায়।"*
~ *পরম পূজ্যপাদ শ্রীশ্রীবাবাইদাদা*
(ঋত্বিক সন্মেলন, 15-April-2021)
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🙏🏻🙏ইংরেজী ৮ই সেপ্টেম্বর ২০২১ ইং ২২ই ভাদ্র বুধবার, *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের শুভ জন্ম মাস উপলক্ষে* বিকাল ০৩ ঘটিকা থেকে আমাদের *কাঞ্চনপুর সৎসঙ্গ শ্রীমন্দির এবং জম্পুই হিল সৎসঙ্গ বিহারকে কেন্দ্র করে কাঞ্চনপুর বি-কনসেন্ট্রিক গ্রুপের ব্যবস্থাপনায় পরম দয়ালের অনলাইন Google meet এ "শিশু মাতৃসন্মেলন"* অনুষ্ঠিত হবে।
উক্ত *"শিশু মাতৃসন্মেলন"* বিস্তারিত অনুষ্ঠানসূচী নিচে দেওয়া হয়েছে।
-----🙏🏻সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করি🙏🏻-----জয়গুরু
************************
********
🌷শিশু শিল্পীদের বয়স ২ বৎসর থেকে ১৫ বৎসর🌷
👇👇👇👇👇👇👇👇👇
Meeting
--------------
Subir (9612220961)
👆👆👆👆👆👆👆👆👆
************************
********
🗓️ *Date* :
08-Sep-2021, Wed
🌼 *Time*
Afternoon 03:00pm
************************
********
🦢🦢🦢🦚🦚🦚🦢🦢🦢
🌸 *মাতৃসন্মেলন সঞ্চলনা করবেন* -
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা ১৪ বৎসর (মেলাঘর)
(কাঞ্চনপুর বিকনসেস্ট্রিক গ্রুপের পক্ষ থেকে)
************************
********
🙏🏻🌼🌸 *মাতৃসন্মেলনের যোগান দেবেন*:-
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা ১৪ বৎসর (মেলাঘর, নিজ গৃহে)
************************
**********
📦🙏🏻 *ঠাকুর ভোগ ও প্রণামি রাখবেন:-*
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা ১৪ বৎসর (মেলাঘর, নিজ গৃহে)
*********************************
🐚🎤 *শংখধ্বনি ও উলুধ্বনি দেবেনঃ-*
🌼 সুশ্রী শুভশ্রী বর্মন মা, এবং উনার পরিবার (মেলাঘর)
🐚🎤 *প্রার্থনা ধরবেনঃ-*
🌼 সুশ্রী শ্রেষ্ঠা রায় মা ও উনার পরিবার (13y, ধর্মনগর)
********************************
*অাজকের যোগান দাতা ও সর্বজীবের,বিশ্ববাশীর তথা এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনায়*
🧘🏻♂️ *নামজপ(২মিনিট)* 🧘🏻♂️
********************************
📖🎤 *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ পাঠ করবেন :-*
🌼 সুশ্রী তাপসী দেব নাথ মা (কাঞ্চনপুর, *বাংলা ভাষায়* )
🌼 সুশ্রী বিদিসা লস্কর মা (হাপানিয়া, 13y *ইংরেজী ভাষায়)*
🦋🦋🦋🦋🦋🦋🦋
📖🎤 *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের "স্বাস্থ ও সদাচার সুত্র" গ্রন্থ পাঠ করবেন* :-
🌷 সুশ্রী সুরিতা সরকার মা (হপিানিয়া)
🦋🦋🦋🦋🦋🦋🦋
📖🎤 *পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের "নারীর নীতি" গ্রন্থ পাঠ করবেন* :-
🌷 সুশ্রী শ্রেয়সী সাহা মা (হাপানিয়া ৭ বৎসর)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸🎤 *সাধনাদির রচিত প্রাথর্না*ঃ-
🌷 সুশ্রী দেবপ্রিয়া সিন্ হা মা (জলপাইগুড়ি, ৮ বৎসর)
🦋🦋🦋🦋🦋🦋🦋
🌼🙏🏻🎤 *পাঁচালিতে*:-
🌼 সুশ্রী অনামিকা মজুমদার মা (শিলচর)
🦋🦋🦋🦋🦋🦋🦋
🙏🏻 🎤 **বড়মার গান**ঃ-
🌼 সুশ্রী তৃষা শীল মা (ধর্মনগর)
🦋🦋🦋🦋🦋🦋🦋
🌲🎤🎤 *একক সঙ্গীত*-
🌷 সুশ্রী শর্মিষ্ঠা নন্দি মা (ডিমাপুর, ৭ বৎসর)
🌷 সুশ্রী সন্দিপা বনিক মা (দশদা, ৭ বৎসর)
🌷সুশ্রী রচিতা চৌধুরি মা (হপিানিয়া)
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🎤🎤 *ইষ্টপ্রসঙ্গ* -
🌷 সুশ্রী সুদেষ্ণা চন্দ মা (শিলং)
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌲🎤🎤 *একক সঙ্গীত*-
🌼 সুশ্রী কনিনিকা ও ঐশ্বরিয়া দাস মা (কল্যানপুর)
🌷সুশ্রী সুজাতা ত্রিপুরা মা (দামছড়া, 13y
🌷সুশ্রী সঙ্গিতা দত্ত মা (কল্যানপুর)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🎤🎤 *ইষ্টপ্রসঙ্গ* -
🌼 সুশ্রী মনিষা বণিক মা, (12y, তেলিয়ামুড়া)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🎤🎤 *তুমুল কীর্তন করবেন* -
🌷 সুশ্রী অারাধ্যা দেব মা এবং উনার পরিবার (দামছড়া ৭ বৎসর)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🎤🎤 *ইষ্টপ্রসঙ্গ* -
🌷সুশ্রী সুপর্না নাথ মা (কাঞ্চনপুর, ১৩ বৎসর)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🎹🎤 *জয়রাধে কীর্তন :-*
🌷সুশ্রী সাথী দাস মা এবং উনার পরিবার (কাঞ্চনপুর)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌻 🎤 *একসাথে পুরুষোত্তমম্ ধ্বনি, অাহব্বানি ও উলুধ্বনি দেবেন*
🌼 সুশ্রী কাকন ও ইন্দ্রানী ভৌমিক মা (ডিমাপুর)
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*🌺নিজ নিজ স্থান থেকে শ্রীশ্রীঠাকুর প্রণাম*:-
*******************************
🍑 *অাগামী দিনের মাতৃসন্মেলনের ঘোষনা ও অাজকের মাতৃসন্মেলনের সমাপ্তি ঘোষনা*
🌸🌺🌺🌺*সমাপ্ত*🌺🌺🌺🌸
********************************
Meeting
--------------
Subir (9612220961)
----------------------------
🛂 Guideline: Click On The Above Link> Mute Your Audio & Camera> Click on Ask to join.
→ Everybody as per our prescheduled criteria is requested to join here to enjoy our session following the disciplinary issues👇
✅ Everyone just after joining please, mute your microphone & camera.
✅ Be a good listener on meeting period.
✅ Please don't press on start screen sharing or presention. It will make disturbence.
✅ Please join 10 minutes before the se
*"শিশু মাতৃসন্মেলন "* সরাসরি যোগ দেওয়ার জন্য Google meet অ্যাপটি install করে নিম্নলিখিত লিঙ্কটি ক্লিক করতে হবে।
*বিশেষ দ্রষ্টব্যঃ 🙏🏻সকলের কাছে বিশেষ *অনুরোধ* *ধ্বনি* যাকে দিতে বলা হয়েছে, তিনি ও *"শিশু মাতৃসন্মেলন "* পরিচালক ছাড়া অন্যান্য সকলে নিজ নিজ ভিডিও এবং অডিও বন্ধ রাখবেন, এতে সবাই ভালো ভাবে এই সৎসঙ্গ শুনতে ও উপভোগ করতে পারবেন।🙏🏻
🙏 *"শিশু মাতৃসন্মেলন "* যোগদানের সময় অবশ্যই 🙏
➡️যথাযথ পোশাক পরিধান করুন,
➡️sound mute রাখবেন,
🌷🌷🌷🙏🙏🌼🙏🙏🌷🌷🌷
Monday, September 6, 2021
Sunday, September 5, 2021
Photo from Mintu Pramanik
আইনি সচেতনতা শিবির করা হলো গংগারামপুর ব্লকের বেলবাড়ি ২ অঞ্চলের চামাড়দিঘী গ্ৰামের অদক্ষ শ্রমিক দের নিয়ে ।
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে
৫ই সেপ্টেম্বর ২০২১
: আয়োজক পি এল ভি :
মিন্টু প্রামানিক
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে
৫ই সেপ্টেম্বর ২০২১
: আয়োজক পি এল ভি :
মিন্টু প্রামানিক
Saturday, September 4, 2021
Friday, September 3, 2021
Thursday, September 2, 2021
Wednesday, September 1, 2021
Saturday, August 28, 2021
Thursday, August 26, 2021
Wednesday, August 25, 2021
Photo from Mintu Pramanik
আইনি সচেতনতা শিবির করা হলো গংগারামপুর ব্লকের বেলবাড়ি ২ অঞ্চলের লক্ষীতলা গ্ৰামের অদক্ষ শ্রমিক দের নিয়ে ।
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে
২৫শে আগষ্ট ২০২১
: আয়োজক পি এল ভি :
মিন্টু প্রামানিক
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে
২৫শে আগষ্ট ২০২১
: আয়োজক পি এল ভি :
মিন্টু প্রামানিক
Wednesday, August 18, 2021
Monday, August 16, 2021
Sunday, August 15, 2021
৭৫ তম স্বাধীনতা দিবস ( ১৫ ই আগষ্ট ২০২১) দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে টোটো তে র্যালি করে পালন করা হলো,মাস্ক বিতরণ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের লিফলেট বিতরণ করা হলো গঙ্গারামপুর ব্লকের মির্জাপুর ,আদিগ্রাম, কুরুমশুর পিয়াজ ডাঙ্গী, কিষ্টাপুর : আয়োজক : গোলাম রাব্বানি পি এল ভি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর
৭৫ তম স্বাধীনতা দিবস ( ১৫ ই আগষ্ট ২০২১) দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে টোটো তে র্যালি করে পালন করা হলো,মাস্ক বিতরণ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের লিফলেট বিতরণ করা হলো গঙ্গারামপুর ব্লকের মির্জাপুর ,আদিগ্রাম, কুরুমশুর পিয়াজ ডাঙ্গী, কিষ্টাপুর : আয়োজক : গোলাম রাব্বানি পি এল ভি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর
Subscribe to:
Comments (Atom)

















































