৩ রা ডিসেম্বর২০২৫ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হল কুমার গঞ্জ ব্লকের কর্মতীর্থ হলে। এখানে প্রতিবন্ধী দের নিয়ে রেলি করা হয় এবং দুস্থ প্রতিবন্ধী দের বস্ত্র বিতরন করা হয়। উপস্তিত ছিলেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সেক্রেটারি কেয়া বালা মহাশয়া, অফিস স্টাফ প্রতিম কর্মকার সভাপতি উমা রায়,কুমারগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক Shree Nibash biswas. আয়োজক পি এল ভি মোক্তারুল মন্ডল। উপস্তিত পি এল ভি সাধন বর্মন, সারমিন খাতুন, নিতু মজুমদার, পলাশ মন্ডল।