আজ দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে কুমার গঞ্জ ব্লকের সুন্দর এলাকায় ভারতীয় সংবিধান বিষয়ে এক আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। আলোচ্য বিষয় ছিল DLSA এর কাজ কর্ম NLSA এর টোল ফ্রি নম্বর ১৫১০০ এবং বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার বিষয়ে আলোচনা করা হয়। পি এল ভি/অধিকার মিল মোক্তারুল মন্ডল।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর