দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, নারি মুক্তি মহিলা সমিতি এবং আই সি ডি এস এর যৌথ উদ্যোগে কিশোরী মেয়েদের নিয়ে সচেতনতা শিবির করা হলো হলো, গঙ্গারামপুর ব্লকের পার্বতীপুর আই সি ডি এস সেন্টারে
আজ 12 - 02 - 2023
কিশোরীদের সু সাস্থ্য , কিশোরী দের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো।
বিশেষ করে বাল্য বিবাহ যাহাতে না হয় তার উপরে জোর দেওয়া হয় ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন -
নারি মুক্তি মহিলা সমিতির পক্ষে SAG - KP রুমা দাস, আশা কর্মি সিতা সরেন, আই সি ডি এস কর্মি রিতা বর্মণ, সোনেকা বর্মণ, কমলা পাহান, রাহেনুর বিবি
এবং
দক্ষিণ দিনাজপুর- জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী